নিজস্ব প্রতিবেদক : আজ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ১৪৪৪ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখতে স্থানীয় মুসলিমদের প্রতি এ অনুরোধ করা হয়।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, সৌদির আকাশে কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ কোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে এবং তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়।
সৌদি আরবে গত ২৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার দেশটি ঈদুল ফিতর উদযাপন করবে। আজ চাঁদ দেখা না গেলে দেশটি রমজান মাসের ৩০ দিন পূর্ণ করবে। সে ক্ষেত্রে আগামী শনিবার দেশটি ঈদুল ফিতর উদযাপন করবে।