নিজস্ব প্রতিবেদক : পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপ দেশ ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। আর দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৮।
ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, স্থানীয় সময় রোববার ভোরে ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতুতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়।
তাৎক্ষণিকভাবে ভূম্পকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতাও।
ইএমএসসি আরও জানায়, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে। আর দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।
সতর্কতা হিসেবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল এলাকায় পরিবহন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে প্রশাসন।
এর আগে গত ১৪ এপ্রিল ইন্দোনেশিয়ার জাভায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।