মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বকবি রবীনন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ টাউন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।