শামীম আহসান মল্লিক ,বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ঘর্ণিঝর মোখা মোকাবেলার লক্ষ্যে উপজেরা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়েছে। আজ ১১ মে বৃহস্পতিবারে দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহী আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিম ছাবুল।
উক্ত সবার সঞ্চালন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ফায়ার সার্ভিস, কোসগার্ট, স্কাউট, তবে জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ওই দপ্তরের কোন প্রতিনিধিকে দেখা যায়নি।