মনোজ রায় হিরু,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে বহিস্কারাদেশ পেয়ে এক এসএসসি পরীক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থী আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্র সচিব মোঃ আব্দুল কুদ্দুশ বিষয়টি নিশ্চিত করে বলেন, জীব বিজ্ঞান পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ওই শিক্ষার্থী। পরে পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে বহিস্কারাদেশের খবর পেলে তাৎক্ষনিক ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে পড়েন। এঅবস্থায়, তাকে দ্রæত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত বহিস্কৃত ওই শিক্ষার্থী হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৮ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ হুমায়ুন কবীর জানান, অতিরিক্ত টেনশনের জন্য তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।