নিজস্ব প্রতিবেদক:তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।
শনিবার সকালে রাজধানীর ডেমরার বাসা থেকে আটক করে তাকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নেয়া হয় বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
এই কর্মকর্তা বলেন, নোবেলের বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ আছে। তার বিরুদ্ধে মামলাও আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।