মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, মো. ইলিয়াস হোসেন, মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, আব্দুল আউয়াল আরজু, ডাঃ আসাদুজ্জামান সাজু, শামীম আহমেদ পলাশ, মোস্তাক আহমেদ মোস্তাক প্রমুখ।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় দোয়া পরিচালনা করা হয়।