এম আর অভি, বরগুনা প্রতিনিধি:র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। (১-জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর একটি র্যালি বের করে।
র্যালিটি প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয় থেকে শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা .মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রা দাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা বিথী দেবনাথ, বরগুনা ডেইরী ফার্ম সমবায় সমিতির সভাপতি নাজমুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক আ.হালিম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার বন্যা খান প্রমুখ।
জেলা প্রাণিসম্পদ দপ্তর টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ সবুজ পৃথিবী এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এ দিবসটি পালন করছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় এ দিবসটি পালন করা হয়।