এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় বীর মুক্তিযোদ্ধা (পঙ্গু সৈনিক) মরহুম আ.রব এর ভোগ দখলীয় জমির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে সদর উপজেলার ফুলঝুড়ী ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের মৃত্যু আলী আব্বাস খানের পুত্র মিথুন খান ও মামুন খান ৯ থেকে ১২ টি সুপারি গাছ কেটে ফেলে এবং ওই বাগানের চাম্বল গাছ কেটে ফেলার হুমকি দেয়।
জানাগেছে সদর উপজেলার ফুলঝুড়ী ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের হোসেন আলীর মৃত্যুতে তার ভাগ্নী পারভীন বিরোধীয় জমির ওয়ারীশ হয়ে ভোগ দখল করেছে।
বীর মুক্তিযোদ্ধা পঙ্গু সৈনিক মরহুম আ.রব তার স্বামী ছিলেন।বর্তমানে এই জমি নিয়ে বিরোধ দেখা দিলে আদালতের লিগাল এইড এ জমি নিয়ে মামলা চলছে।
বীর মুক্তিযোদ্ধা পঙ্গু সৈনিক মরহুম আ.রব এর স্ত্রী পারভীন বলেন, আমরা স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন। তার মৃত্যুর পরে প্রতি পক্ষ ছোট গৌরীচন্না গ্রামের মৃত্যু আলী আব্বাস খানের পুত্র মিথুন খান ও মামুন খান আমার জমি জমা জোর পূর্বক ভোগ দখল ও গাছ কেটে নেয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে বরগুনা জজ আদালতের লিগাল এইড এর পূর্বে বিরোধীয় জমি নিয়ে মামলা দায়ের করেছি ।
যার মামলা নং ১৮৯/২৩। প্রতি পক্ষ মামলা উপেক্ষা করে গাছ কেটে ফেলেছে এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করার হুমকি দিচ্ছে। আদালতের লিগাল এইডে মামলাটি আগামী ২৫ জুন তারিখ ধার্য রয়েছে।