জয়যাত্রা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় বলিউড গানে তরুণী সমানতালে নেচে যাচ্ছেন।
ওই তরুণীর নাম প্রিয়া শর্মা। ভিডিওটি তিনি তার ইনস্টাগ্রামে শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়।
অনেকে তার নাচের প্রশংসা করেছেন। আবার অনেকে মেট্রোরেলে উঠে এমন কর্মকাণ্ডে বিরক্ত হয়েছেন।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, খুবই ভালো চেষ্টা, তবে পরবর্তীতে এধরনের কাজ আর করবেন না। অন্য একজন লিখেছেন। এটি বন্ধ হওয়া উচিত।
সম্প্রতি ভারতের মেট্রোরেল কর্তৃাপক্ষ মেট্রোরেলে চলাচল যাত্রীদের বেশ কিছু নির্দেশনা জারি করেছেন। যার মধ্যে রয়েছে ভিডিও রেকর্ড না করা।
এদিকে মেট্রোরেলে তরুণীর এমন কর্মকাণে যাত্রীদের অনেকে হতবাক হয়েছেন। জনবহুল একটা স্থানে তরুণীর এমন নাচে অনেকে বিরক্ত হয়েছেন।