সুলতান আহমেদ,নেত্রকোণা প্রতিনিধি ঃ নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের ভবানীপুর গ্রামের পূর্বপাড়া জমি কেনার জন্য বিক্রেতাকে টাকা দিলে পরে এই জমি দলিল করে দিতে বললে বিক্রেতা ক্রেতার উপর হামলা করে।
জানা যায় ভবানীপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আব্দুল ছাত্তার ও আব্দুল রেজ্জাক প্রতিবেশী মৃত ফজল হকের ছেলে মঞ্জিল মিয়া ও মোঃ ফটিকা কাছে কাছ থেকে ২২ শতাংশ জমি ক্রয় করে প্রায় কয়েক যুগ আগে। এই জমি দলিল করে দিবে বলে টাকা নেয় মঞ্জিল মিয়া কিন্তু এই জমি দলিল করে দেই দেই করে বছর চলে গেলেও জমি আর দলিল করে দেয় নি আব্দুল ওয়াহাবের ছেলেদের।
এই নিয়ে সালিশ বসে, এই সালিশে আবারো টাকা দাবী করে। পরে সালিশের মাতাব্বর ২০০২ সালে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মঞ্জিলকে দেয়। এরপরও জমি দলিল করে দেয় নি। পরবর্তী সময়ে কিছুদিন পূর্বে একই জমি দলিল করার জন্য বললে আগের টাকা অস্বীকার করে। পরে আবার কয়েক মাস পূর্বে একই জমির জন্য মাতাব্বর রুহুল আমীনের কাছে আগের সম পরিমান টাকা আবার দেয়।
এই টাকা দিয়ে দলিল করার জন্য বললে পরে একটি তারিখ দেয় যে ঐ তারিখে দলিল করে দিবে বলে। পরে ঐ তারিখ পিছিয়ে গেলে তাকে এলাকার সালিশে ডাকালে পরে মঞ্জিল মিয়া সালিশে আব্দুল ছাত্তার ও আব্দুল রেজ্জাককে ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়। পরে গতকাল শুক্রবার বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় ফজল হকের ছেলে মঞ্জিল ও ফটিকা এবং তাদের ভাগিনা সোহাগ ও তাদের আরেক ভাই রবির সহ বেশ কয়েকজন মিলে জমি ক্রেতা আব্দুল ছাত্তার ও আব্দুল রেজ্জাকের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে।
এতে আব্দুল রেজ্জাক ও আব্দুল ছাত্তার গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করলে আহত ব্যক্তিরা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।