উজ্জ্বল মজুমদার,লালমোহন প্রতিনিধি: ভোলায় মোটর সাইকেল যোগে সমুন্দীর বৌভাতের বাজার আনতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মানিক চন্দ্র শীল (৪০) নামে এক যুবক।
শুক্রবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে ভোলা – চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক কুঞ্জের হাট বাজারের বৈদ্যর পোল সংলগ্ন এলাকাতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাথে থাকা তার ভাগ্নে তন্ময় শীল (১৪) আহত হয়েছেন । গুরুতর আহত অবস্তায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মানিক চন্দ্র লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়ানের তারাগঞ্জ গ্রামের মৃত সদানন্দ শীলের ছেলে। তিনি লালমোহন বাজারে হিরো মোটরসাইকেলের শো রুম চাকরি করতেন। তার ভাগ্নে তন্ময় স্থানীয় একটা মাধ্যমিক বিদ্যলয় ছাত্র। পুলিশ ও পারিবারের সুত্র জানায়, তার শশুর বাড়ি তজুমুউদ্দিন উপজেলায়। কয়দিন আগে চরফ্যশন উপজেলায় ৩নং ওয়ার্ডে তার শ্যলকের বিয়ে হয়।
আজ শুক্কুরবার তার বৌভাতের অনুষ্ঠান । তাই কিছু বাজারের জন্য লালমোহনে মটরবাইক যোগে আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং গুরুতর আহত হন । পরে এলাকার লোকজন উদ্দার করে বোরহানুদ্দিন হাসপাতালে আনলে ডিউটি রত ডাক্তার তাকে মৃতু ঘোষণা করেন ।
বোরহানুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকরতা ওসি মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করে জানান , এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হসন্তর করা হয়েছে ।