বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় নুর ইসলাম দুদু (৮৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর বাজার এলাকার গেদা বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই গ্রামের সিজাব উদ্দিনের ছেলে।
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নুর ইসলাম দুদু পেশায় কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। ঘটনার দিন সকালে গেদা বাসষ্ট্যান্ড নামক স্থানে অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে বগুড়া নেয়ার পথে বনানী নামক স্থানে মৃত্যু হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।