নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশে এ কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এবার আপনাদের জন্য চমক আছে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অডিওতে বক্তব্য প্রদান করবেন। পরে তারেক রহমান কয়েক মিনিট বক্তব্য প্রদান করেন।’
দুপুর ২টা ১০ মিনিটের দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। এর মধ্যেই বক্তব্য ও কর্মসূচি চালিয়ে যান কেন্দ্রীয় নেতারা। প্রায় আধা ঘণ্টা তুমুল বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থেকে নেতাদের বক্তব্য শোনেন নেতাকর্মীরা।
বৃষ্টিতে ভিজতে ভিজতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রবল বৃষ্টির মধ্যে নেতাকর্মীরা আজ নয়াপলটনের মহাসমাবেশে যোগ দিয়েছেন। আমরা এবার সফল হবোই।’
এসময় উপস্থিত নেতাকর্মীদের ধৈর্যের প্রশংসাও করেন তিনি। সমাবেশস্থলে কেউ কেউ ছাতা দিয়ে আবার কেউবা ব্যানার মাথায় দিয়ে নেতাদের বক্তব্য শুনেন।