নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনজুড়ে গতকাল শনিবার হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়ান বাহিনী। দেশটি গতকাল ইউক্রেনের এক রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন। তিনি একে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। খবর এএফপির।
এ ছাড়া গতকাল ইউক্রেনের একটি বড় ফ্যাক্টরিতেও হামলা চালিয়েছে রাশিয়া। ক্রিমিয়ায় কার্চ প্রণালিতে রাশিয়ান ট্যাংকারে হামলার পরেই রুশ বাহিনী ইউক্রেনে এ হামলা চালিয়েছে।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলের খারকিভে দূরনিয়ন্ত্রিত বোমা দিয়ে রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কুপিয়ান্সক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এটি রাশিয়ান সীমান্ত থেকে কয়েক ডজন কিলোমিটার দূরে। উদ্ধারকারীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
তবে এ হামলা নিয়ে রাশিয়া প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ এর বেশি দিন ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।