মো.নজরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের দাবিতে সুশাসনের জন্য নাগরিক-সুজন গাইবান্ধা জেলা শাখা শনিবার শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন করে।
মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির, মানবাধিকার কর্মী অঞ্জলী রাণী দেবী, গোলাম রব্বানী মুসা, রবিদাস ফোরামের খিলন রবিদাস, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল হয়ে উঠেছে।
বিরাজমান রাজনৈতিক বাস্তবতা অংশগ্রহণমূলক তথা প্রতিযোগিতামূলক নির্বাচনের জন অনুকূল নয়। ক্ষমতাসীন আওয়ামীলীগ ও তার জোট সঙ্গীরা চায় সংবিধানের আওতায় নির্বাচন, অপরদিকে ক্ষমতা প্রত্যাশী বিএনপিসহ আন্দোলনরত রাজনৈতিক দল সমূহ চায় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন।
এ অবস্থায় মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। বক্তারা একটি অংশগ্রহণমূলক প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ শান্তিপূর্ণ তথা সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও পাস্পরিক সমঝোতার আহবান জানান।