এম আর অভি, বরগুনা প্রতিনিধি: ইবতেদায়ী মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ , শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে ও মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম বরগুনা জেলা শাখার সদস্যরা।
শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ বাকি বিল্লাহ।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের সকল শ্রেণীর শিক্ষকদের প্রতিনিধিত্বকারী সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম একটি যুগোপযোগী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।
শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা সংস্কার এবং আদর্শ, দক্ষ, নৈতিকতা সম্পন্ন প্রজন্ম তৈরির মাধ্যমে কল্যাণকামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করা জাতীয় শিক্ষক ফোরামের মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে দেশের সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাসহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের জোর দাবি জানাচ্ছি।সেই সাথে দেশে কমপক্ষে ৩০ হাজার স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার দাবি করেন।