এম আর অভি, বরগুনা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটির চরমোনাই মাদরাসা বাজার গরুর হাট থেকে খাজনা ও গরুর মূল্য পরিষোধ করে বরগুনা গরু ক্রয় করে নিয়ে আসার পরে সাজানো চুরির মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে (১২ আগষ্ট) শনিবার সকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অলিউল্লাহ হাওলাদার নামে এক ব্যক্তি।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, আমি একজন গরু ব্যবসায়ী। গত কোরবানী ঈদের পূর্বে ২২ জুন গরু ক্রয়ের জন্য ঝালকাঠির নলছিটির চরমোনাই মাদরাসা বাজার গরুর হাটে যাই।
সেখান থেকে নাজমুল ওরফে উজ্জল হাওলাদারে কাছ থেকে ৬ টি ষাড় গরু ও মামুন হাওলাদারের কাছ থেকে ৪ টি ষাড় গরু ক্রয় করি।
গরুর মোট মূল্য ১৪ লক্ষ ১০ হাজার টাকার মধ্যে ইজারাদারের সামনে ১৩ লক্ষ ১০ হাজার টাকা পরিশোধ করে চোতা গ্রহণ করি। তারা পরিবহন খরচ দিয়ে পৌছে দিয়ে বাকী ১ লক্ষ টাকা গ্রহন করবেন বলে এ সময়চুক্তি হয়।
গরুগুলো বরগুনা নিয়ে আসার পরে তারা পরিবহন খরচ দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের সাথে আমার বাকবিতন্ডা হয়।
এরপর আমার এলাকার শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে তারা পুলিশে (৯৯৯) ফোন দিয়ে আমি কোন টাকা দেয়নি বলে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে।
আমাকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। ২৫ দিন জেল খাটার পরে আমি জামিনে মুক্তি পাই।
মামুন ও উজ্জল আমার প্রতিপক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে সাংবাদিকদের কাছেও আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমার মান সম্মান ক্ষুন্ন করে। আমি অবিলম্বে জিআর মামলা -২০৭/২৩ মামলা প্রত্যাহার সহ আমার ক্রয়কৃত গরু আদালতের মাধ্যমে ফেরৎ চাই।