মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশিদা আক্তার রেশমা, গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার ইয়াহিয়া, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ।
আরো বিভন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় মাদক, মোবাইলের মাধ্যমে জুয়া খেলা, ছিঁচকে চোরের উপদ্রব, ডেঙ্গু থেকে সাবধানতা অবলম্বন, সামজিক অবক্ষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে কেহ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা প্রতিহত করা, ফকিরগঞ্জ বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা, বিভিন্ন গ্রামীণ হাট বাজারগুলোতে পাহারাদার নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট হাট-বাজার কমিটির প্রতি নির্দেশনা প্রদান, উপজেলার একমাত্র জন্মভূমি পার্কের বিরুদ্ধে নানা অভিযোগ সহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং উপজেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত গৃহিত হয়।