মো.নজরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ক্লাবের নিজস্ব মিলনায়তনে সোমবার সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মাসুদ রানা এক মতবিনিময় সভায় মিলিত হন।
গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, রজতকান্তি বর্মন, এবিএম ছাত্তার, সদস্য আফরোজা লুনা, ফজলে রাব্বি মন্ডল, আবু কায়সার শিপলু প্রমুখ। এছাড়া সাদুল্যাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি, সাংবাদিক এম এ শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় অফিসার ইনচার্জ মাসুদ রানা আইন শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় গাইবান্ধা প্রেসক্লাবের বিভিন্ন প্রকাশনা তাঁর হাতে তুলে দেয়া হয়।