নিজস্ব প্রতিবেদক :এশিয়া কাপের ১৬তম আসর আগামী বুধবার থেকে শুরু হবে। যেখানে ওয়ানডে ফরম্যাটে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। হাইব্রিড মডেলে পাকিস্তান এবং শ্রীলংকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর।
দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান নিয়ে গ্রুপ ‘বি’ আর ভারত ও পাকিস্তানের সঙ্গে কোয়ালিফায়ার খেলে আসা নেপাল গ্রুপ ‘এ’ তে খেলবে।
আসরে প্রথম চারটি ম্যাচ ছাড়া বাকি সবগুলোই হবে শ্রীলংকায়। পাকিস্তানের মুলতানে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনীয় ম্যাচ। সেখানে ম্যাচের আগেই উদ্বোধন হবে টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে যেসব আয়োজন রাখছে পাকিস্তান।
উপমহাদেশের অস্কারজয়ী বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এআর রহমান ও পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলাম উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। এছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির ঝলকানি ও ড্রোন শোর ব্যবস্থা।
এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবে নেপাল। এসিসি প্রিমিয়ার কাপজয়ী দেশটি আসরের উদ্বোধনী ম্যাচে খেলবে। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে পরাজিত করেছিল তারা।
১৯৮৪ সালে ওডিআই ফরম্যাটে টুর্নামেন্টটি শুরু হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সংস্করণে পরিবর্তন এসেছে এই টুর্নামেন্টের। টি-টোয়েন্টি ফরম্যাটেও অনেকবার আয়োজিত হয়েছে। এবার ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াবে এই টুর্নামেন্টের ১৬তম আসর।
উদ্বোধনী এ অনুষ্ঠান ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে। এ ছাড়া বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এই আয়োজন।
৩০ আগস্ট বুধবার পাকিস্তান ও নেপালের ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।
এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৭টি শিরোপা জিতে সবচেয়ে সফল দল ভারত। এর মধ্যে ৬ বার ওডিআই এবং একবার টি-টোয়েন্টি ফরম্যাটে শিরোপা জিতেছে ভারতীয়রা। তবে পাঁচবার ওয়ানডে ও একবার টি-টোয়েন্টি ফরম্যাটে শিরোপা জিতে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলংকা। এ ছাড়া দুবার এশিয়া কাপ জিতেছে পাকিস্তান।