শামীম রেজা ডাফরুল,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের গোলাপবাগ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে পৌরশহরের মাছের বাজার সংলগ্ন কামার ও চাল পট্টিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানায়, অগ্নিকান্ডে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাজারের চালের দোকান, মনোহারি, জুতা, ওষুধের দোকান, কামারি পণ্যসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন-বজলু মিয়া, শাহারুল ইসলাম, লিটন কবিরাজ, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, গোলাম হোসেন, সুজন চন্দ্র বর্মন, মিতু কর্মকার, দিলীপ কর্মকার, অরুণ কর্মকার। ব্যবসায়ীরা জানায় তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যসায়ীদের সান্তনা দেন।