নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে। নির্বাচন কমিশন বলছে, বুধবার থেকে এই পরিষেবা আবার সচল করা হবে।
Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper`
জাতীয় নির্বাচন
জাতীয় পরিচয়পত্রের সার্ভার সাময়িক বন্ধ
নয়া দিগন্ত অনলাইন ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০
জাতীয় পরিচয়পত্রের সার্ভার সাময়িক বন্ধ – ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে। নির্বাচন কমিশন বলছে, বুধবার থেকে এই পরিষেবা আবার সচল করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সকল সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে ১৬ আগস্ট রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল।
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যভাণ্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় জাতীয় এই তথ্যভাণ্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।