শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দ গঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, স্থানীয় সরকার বিভাগের গাইবান্ধার উপপরিচালক শরিফুল ইসলাম, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সাকিলা বেগম, গোবিন্দগঞ্জ থানার ওসি সামসুল ইসলাম শাহসহ প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিগণ।
এর আগে বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলায় পৌছিলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়াসহ প্রশাসনের কর্মকর্তাগণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যনদ্বয় তাকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয় এবং পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। এরপর বিভাগীয় কমিশনার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা পরিষদ চত্বরে একটি ঔষুধী হরতকি গাছের চারা রোপন করেন।