শামীম রেজাডাফরুল, গোবিন্দগঞ্জ:(গাইবান্ধা)প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী সহ ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার রাসেল মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া আজ বৃহস্পতিবার বিকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায়, জাকের পার্টির আবুল কালাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন জামান, এ পর্যন্ত মোট ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।