শামীম রেজা ডফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-নাকাইহাট ভায়া আঞ্চলিক সড়কের শিববাড়ি নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফ(২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত ইদ্রিস(২৯) নামে আরেকজন হাসপাতালে ভর্তি আছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আরিফ(২৭)উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সোহাগী গ্রামের মৃত রুস্তম ফকিরের ছেলে এবং আহত ইদ্রিস (২৯) একই গ্রামের আব্দুস সাত্তারের চতুর্থ ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে বাজারে জনগনের ধাওয়ায় এক চোর পালাতে গিয়ে দৌড়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ ফুটানি বাজার অভিমুখ থেকে একটি মোটরসাইকেলের সামনে পরায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
সাথে সাথে স্থানীয় জনগন মোটরসাইকেল চালক আরিফ (২৭) এবং ইদ্রিস (২৯) গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন এবং ইদ্রিসকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।
এ দূর্ঘটনার খবর পেয়ে শোকাহত পরিবারের কাছে হাসপাতালে ছুটে যান গাইবান্ধা ৪-গোবিন্দগঞ্জ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ও সান্তনা দেন এবং আহত ইদ্রিসকে হাসপাতালে সুচিকিৎসার জন্য ডাক্তারদের সাথে আলোচনা করেন।