আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে নির্বাচিত করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
গোবিন্দ গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, গোবিন্দ গঞ্জ পৌর সভার মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা পাপিয়া রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম বিরু্ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত সহ-সভাপতি কামরুল হাসান ফাহিয়ান, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী, সৈয়দ শরিফুল ইসলাম রতন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি জাকারিয়া ইসলাম জুয়েল, আ র ম শরিফুল ইসলাম জর্জ, আবু সুফিয়ান মন্ডল, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোলজার রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমী, উপজেলা তাঁতী লীগের সভাপতি মোমিন শেখ্, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ প্রমূখ।