এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় যুব ফোরামের ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। (১৪ ডিসেম্বর) সোমবার বেলা ১১টায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর এর আস্থা প্রকল্পের উদ্যোগে বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা যুব ফোরামের আহ্বায়ক ইমরান হোসাইন এর সভাপতিত্বে ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিয়াজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই নিসচা’র বরগুনা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান অভি, রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমান ,যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক শান্তা ও মোঃ আসলাম মিয়া এবং ফিল্ড অফিসার কোহিনুর বেগম প্রমুখ।
এ সময় বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন প্রান্তিক যুব ও যুব মহিলা ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বে-সরকারি সংস্থা রূপান্তর বরগুনা জেলার ৬ টি উপজেলায় আস্থা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে।
উল্লেখ্য এ প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ও ১৭ এর সাথে সম্পর্কিত।
দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে। যা বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।