শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেপরোয়া গতির ট্রাক চাপায় রিজান মিয়া (১৬) নামের এক বাইাসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার কামারদহ ইউনিয়নের মহাব্বাপুর তুলশীপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী পোদ্দারের পুত্র। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান বাইসাইকেল আরোহী রিজান সাইকেল চালিয়ে বাড়ীর দিকে যাওয়ার সময় বেপরোয়া গতিতে বগুড়াগামী (ঢাকা মোট্রো-ট ২৪-১২৩৮) ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ টি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক রয়েছে। এ ছাড়াও দুর্ঘটনা কবলিত সাইকেল এবং মরদেহ থানা রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের পক্রিয়া চলছে।