মো.নজরুল ইসলাম ,গাইবান্ধা প্রতিনিধি: স্বাস্থ্যসেবার ৬৮ বছর- ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালন উপলক্ষে গাইবান্ধা ডায়াবেটিক সমিতির উদ্যোগে বুধবার দুপুরে নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়’।
সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র-সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক অ্যাড. সেকেন্দার আজম আনাম, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাবু, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম গোলাপ, মোস্তাফিজুর রহমান, সুধীব চৌধুরী প্রমুখ।