নিজস্ব প্রতিবেদন: ভারতের কলকাতায় পানির নিচে মেট্রোরেল চালু হতে যাচ্ছে। আগামীকাল এই প্রকল্পের উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কলকাতাতেই ভারতের প্রথম পানির নিচের এই মেট্রোরেল যাত্রা শুরু করছে। এতে করে নগরের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে দাবি সরকারের।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হাওড়া স্টেশন হচ্ছে ভারতের গভীরতম মেট্রো স্টেশন। ভূপৃষ্ঠ থেকে ১১৪ ফুট নিচে এটি থাকবে। গত বছর কলকাতায় হুগলী নদীর নীচ দিয়ে যাত্রা শুরু করে সফলভাবে পৌঁছায় হাওড়া পর্যন্ত। বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু হলে হুগলী নদীর তলদেশে ৫২০ মিটারের সুড়ঙ্গ পার হতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।
১৯৮৪ সালে ভারতে প্রথম মেট্রোরেল চালু হয় কলকাতাতেই। এবার সেখানেই চালু হচ্ছে পানির তলদেশের মেট্রোরেল। এবারের ভাড়া রাখা হয়েছে সর্বনিম্ন ৫ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৬ টাকা ৬২ পয়সা।