নিজস্ব প্রতিবেদন: বিশ্বে সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা সপ্তমবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। ১৪৩টি দেশের মধ্যে এ তালিকায় ১২৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮। সে হিসাবে এ বছর বাংলাদেশের অবস্থান ১১ ধাপ পিছিয়েছে। ২০২২ সালে বাংলাদেশ ছিল তালিকার ৯৪ নম্বরে।
আজ বুধবার বিশ্বের সুখী দেশ নিয়ে বার্ষিক তালিকা প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ-সংক্রান্ত জরিপ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয় ১৪৩টি দেশকে। এই তালিকায় সবচেয়ে শেষে রয়েছে আফগানিস্তান।