শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটো ছিনতাইকারী চক্রের হাতে পৃথক ঘটনায় দুলা মিয়া নামের এক অটো চালকের গলাকেটে হত্যা ও বেলাল নামের অপরজনকে গুরুতর আহত করা হয়েছে।
পুলিশ নিহত অটো চালকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে এবং অপর আহত অটো চালক গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলাা সাপমারা ইউনিয়নের তরককামাল গ্রামের নবানু মিয়ার ছেলে দুলা মিয়া প্রতিদিনের ন্যায় যাত্রী নিয়ে ফুলপুকুরিয়া বাজারে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে কাটা ফাসিতলা নামক স্থানে পৌছিলে যাত্রী সেজে উঠে দূর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে।
এতে তার স্বাসনালী কেটে গেলে ঘটনাস্থলেই চালক দুলা মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
অপর দিকে সোমবার ভোরে শিবপুর ইউনিয়নের কুঞ্জ মালঞ্চা গ্রামের আকবর আলীর ছেলে অটোরিক্সা চালক বেলালকে চুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রদিয়ে আঘাত করলে অটো রিক্সাটি পুকুরে পরে যায় এবং চালক চিৎকার চেচামেচি করতে থাকে।
এসময় তার চিৎকারে ছিনতাই কারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অটো রিক্সা চালক বেলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ডের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন কোন কিছুই খোয়া যায়নি। এমনকি তার ব্যাটারিচালিত অটোরিকশাটিও রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।