নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলা মদনপুর ইউনিয়নে কাশিমপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ধান ব্যবসায়ী মোঃ খোকন মিয়া ও একই এলাকার আলতু মিয়ার ছেলে মোশারফ হোসেন ধান দেওয়ার কথা বলে খোকন মিয়ার কাছ থেকে অগ্রিম ১৬ হাজার টাকা নেন পরে ধান দিবে বলে বলে পরে ধান দেই দেইনি খোকন মিয়াকে এভাবে বেশ কিছুদিন চলে গেলেও ধান ব্যবসায়ী খোকন মিয়াকে টাকার বদলে ধান দেয়নি মোশারফ হোসেন।
ধান ব্যবসায়ী খোকন মিয়া ধানের জন্য মোশারফকে তাগিদ দিলে মোশারফ বলে ধান অন্য জায়গায় বিক্রি করে দিয়েছি ঐই ব্যবসায়ী টাকা দিলে তোমাকে টাকা ফিরিয়ে দিব এই কথা বলতে বলতে প্রায় ১ বছর চলে গেলেও টাকা না দেওয়ায় খোকন মিয়া মোশারফ হোসেন কে চাপ দিলে খোকন মিয়াকে কিছু টাকা দেই।
তারপর বাকী টাকার জন্য মোশারফ হোসেন কে আবারও চাপ দিলে এবং গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে বৈঠক হলে উক্ত বৈঠকে খোকন মিয়াকে মোশারফ হোসেন ১ হাজার টাকা দেই এরপরও মোট ১৮৮০ টাকা বাকী থাকে এবং এই ১ হাজার টাকা দেওয়ায় মোশারফ সহ তার লোকজন ধান ব্যবসায়ী খোকন মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে সোমবার দিনগত রাতে খোকন মিয়া ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার পথে সাজিউরা ইঞ্জিনিয়ার সালাম ফিসারী সংলগ্ন পৌছার মাত্রই আলতু মিয়ার ছেলে মোশারফ হোসেন, রিপন, নূরুল ইসলামের ছেলে মহসিন, আব্দুল মজিদ ফকিরের ছেলে সুমন, আবুল কাশেমের ছেলে সোহাগ, জাহেদ মিয়ার ছেলে পলাশ, কাশেমের ছেলে সোহেল, জাহেদের ছেলে শরিফ সহ আর দুই-তিন জন মিলে ধান ব্যবসায়ী খোকন মিয়ার একা পেয়ে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে তাকে গুরুত্ব আহত করে এবং তার সাথে থাকা ব্যবসায়ী ৬ লক্ষ টাকা নিয়ে যায় হামলাকারীরা আহত খোকন মিয়া নেত্রকোণা হাসপাতালে ভর্তি হয়ে অভিযোগ করে বলেন।
এ ব্যাপারে ধান ব্যবসায়ী খোকন মিয়ার ছোট ভাই তরিকুল ইসলাম বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত খোকন মিয়া জানান আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই ওরা হামলা চালিয়েছে।