এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের একটি ঝুঁকিপূর্ণ সংযোগ ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী দুটি গাড়ি খালে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (২২ জুন) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার দুপুরে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ঐ সংযোগ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়।
এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও পরবর্তীতে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঐ খাল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা ৯টি লাশ উদ্ধার করেছি। উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে। বরযাত্রী ছিল ১৯ জন । এদের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর কোন নিখোঁজ নেই।