নিজস্ব প্রতিবেদন: শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি যে দুটি নাম উচ্চারিত হচ্ছে, তার একটি হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। প্রায় প্রতিদিনই মিরপুরে তার পদত্যাগের দাবিতে মিছিল-মিটিং হচ্ছে। এমনকি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও আইসিসির আইন মেনে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছিলেন। তবে অবশেষে বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন পাপন।
২০০৯ সালের পর থেকে টানা সভাপতিত্ব করে চলেছেন। চার মেয়াদে নির্বাচিত হয়েছেন সাবেক এই সংসদ সদস্য। তবে আজই শেষ তার এই পথচলা।
এর আগে সরকার পদত্যাগের পর এমন জটিল অবস্থার মাঝে প্রথমবার বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকগুলো হয় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির নিজস্ব অফিসে। কিন্তু এবারে বৈঠক সরিয়ে নেয়া হয়েছে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে। রাত ১২টা ১১ মিনিটে গণমাধ্যমের কাছে পাঠানো বার্তায় এটি নিশ্চিত করা হয়েছে।