নিজস্ব প্রতিবেদন: সিনেমার কাহিনীই যেন বাস্তবে ঘটেছে অভিনেতা দীপক তিজোরির জীবনে। যিনি আশিকি, যো জিতা ওহি সিকান্দার-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন।
শিবানী তোমরকে বিয়ের পর প্রায় ২০ বছর একসঙ্গে কাটিয়ে দেন এই দম্পতি। তবে হঠাৎ নিজেদের মাঝে এক ঝগড়াকে কেন্দ্র আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজন।
বিজ্ঞাপন
স্ত্রীকে ডিভোর্স দেওয়া প্রসঙ্গে আইনজীবীর সঙ্গে কথা বলতে গিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে অভিনেতার। জানতে পারেন, শিবানী তোমর প্রথম স্বামীর সঙ্গে আইনি বিবাহ বিচ্ছেদ করেননি। যার ফলে আইনগতভাবে তখন পর্যন্ত প্রথম স্বামীর বৈধ স্ত্রী ছিলেন তিনি।
এমন এক ঘটনা প্রকাশ্যে আসতেই বড় ধাক্কা খান দীপক। যার সঙ্গে এতদিন সংসার করছেন, সেই বিয়েই নাকি আইনসিদ্ধ নয় ৷
স্ত্রীর প্রতারণার বিষয়টি কাটিয়ে না উঠতেই দীপককে আরও একটি ধাক্কা দেন শিবানী। বিবাহ বিচ্ছেদর দাবি করে মোটা টাকা ভরণপোষন দাবি করেন।