শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ মাদক ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মটরসাইকেল জব্দসহ বাহাদুর মিয়া (৩৭), নামে এক মাদক কারবারীকে গ্ৰেফতার করছে গাইবান্ধা র্যাব ১৩ সদস্যরা ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে র্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে দিকে র্যাব-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাঠমোড় বাজারস্থ মায়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে দিনাজপুর হাইওয়ে রোডগামী পাকা রাস্তার উপর একটি চেকপোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
সেখানে একটি সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে উক্ত মোটরসাইকেল চালক মোটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র্যাব সদস্যরা।
এ সময় ওই মোটরসাইকেল চালকের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেল জব্দসহ মাদক পাচারের সাথে জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী বাহাদুর মিয়া গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের আঃ মজিদ মিয়ার ছেলে।
গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতার কৃত আসামীকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।