নিজস্ব প্রতিবেদন: চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে সকল হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ সকাল থেকে জরুরি বিভাগে সেবা দেওয়া হচ্ছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে বন্ধ করে দেওয়া হয় বহির্বিভাগের সেবা কার্যক্রম। বহির্বিভাগের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা।
দুপুর ১২টার দিকে শ্যামলীর আদাবর এলাকা থেকে সেলিম মিয়া নামের এক ব্যক্তি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাউন্টারের সামনে গিয়ে সবকটি কাউন্টার বন্ধ দেখতে পান। তিনি বলেন, এখন আমি কোথায় যাবো, পায়ের ব্যথায় হাঁটতে পারছি না।
মিরপুর শ্যাওড়াপাড়া থেকে আসা রোগী তারেকুল ইসলাম বলেন, দুপুর ১২টা পর্যন্ত টিকিট দেওয়ার কথা থাকলেও ধর্মঘটের কারণে তার আগেই সব টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন আউটডোরে হাজার থেকে ১২০০ রোগী সেবা নেন। তবে রোববারের আন্দোলন কর্মসূচির জেরে আজ (সোমবার) হাসপাতালে রোগী ও স্বজনদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর মাঝে আজ দুপুর ১২টার আগে থেকেই হাসপাতালটিতে আউটডোরের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়।
হাসপাতালের প্রধান পরিসংখ্যান কর্মকর্তা এসএএম কামরুজ্জামান সূবর্ণ বলেন, আউটডোর বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত ডাক্তারদের ধর্মঘটের কারণেই আউটডোর সেবা ১২টার পর বন্ধ আছে, তবে জরুরি বিভাগে কোনো সমস্যা নাই।
হাসপাতালে রোগীদের ভিড় অনেক বেশি প্রসঙ্গে তিনি বলেন, গতকাল ধর্মঘটের কারণে অনেকে সেইভাবে সেবা পায়নি বলেই আজ রোগীদের চাপ বেড়েছে।