শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যা পৌনে ৮ টায় গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট আঞ্চলিক সড়কের চাঁদপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত সিএনজি চালক আব্দুস সামাদ মণ্ডল (৬০) ঘটনাস্থলেই মারা যান।
সে উপজেলার হরিরামপুর ইউপির নাওভাঙ্গা গ্রামের মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে। আহত ৩ জনের নাম পরিচয় এখনও জানা যায়নি।
আহত ৩ জনকে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে তাদের অবস্থা আসংখ্য জনক হওয়ায় তাদেরকে বগুড়ায় নেওয়া হয়।