এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় যুব ফোরামের সদস্যদের তিন দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
(১৪সেপ্টেম্বর )শনিবার সকাল ৯ টায় জাগোনারী প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলা যুব ফোরামের সদস্যদের ৩ দিন ব্যাপি সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন ও উদ্ভোধনী ঘোষণা করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল।
প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্ম যুগ্ম আহবায়ক এ্যাড: সঞ্জিব দাস ও জেলা নাগরিক প্লাটফর্ম সদস্য শফিকুল ইসলাম খোকন ।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল যুগ্ম আহবায়ক এ্যাডঃ সঞ্জিব দাস ও সদস্য শফিকুল ইসলাম খোকন।
প্রশিক্ষণে পাথরঘাটা উপজেলার ০৭ টি ইউনিয়ন থেকে ৩০ জন যুব সদস্য অংশগ্রহন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা,মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার কোহিনুর বেগম ও আবিদা সুলতানা।