মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃপঞ্চগড়ের আটোয়ারীতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) অর্থাৎ জরায়ূমূখ ক্যান্সার প্রতিরোধে উপজেলা সমন্বয় সভা অুনষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পরিষদের হলরুমে উপজেলা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আটোয়ারী উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধাণ ও টিকাদান ক্যাম্পেইনের সদস্য সচিব ডাঃ মোঃ হুমায়ূন কবির শুরুতে জরায়ূমূখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচীর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
সমন্বয় সভায় আরো অংশগ্রহন করেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ছাড়াও আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম ও শিক্ষার্থী মুশফিকা রেজা প্রমূখ।
উল্লেখ্য, মহিলারা সাধারণত যেসকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন জরায়ূমূখ ক্যান্সার এরমধ্যে বৈশি^কভাবে চতুর্থ এবং বাংলাদেশের ক্ষেত্রে তা দ্বিতীয় অন্যতম কারন।
২০২০ সালের তথ্য অনুয়ায়ী বিশ্বে প্রতিবছর ছয় লক্ষাধিক নারী জরায়ূমূখ ক্যান্সারে আক্রান্ত হন এবং তিন লক্ষ বিয়াল্লিশ হাজার মৃত্যু বরণ করে থাকেন।
প্রতিরোধ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করা না গেলে ২০৩০ সাল নাগাদ প্রতিবছর এইচপিভি ভাইরাসের আক্রান্তে বিশ্বে প্রতিবছর সাত লক্ষাধিক নারীর মৃত্যু ঝুঁকি রয়েছে।
এদিকে আমাদের দেশে প্রতি এক লক্ষ নারীর ১১ জন জরায়ূমূখ ক্যান্সারে আক্রান্ত হন এবং ৪৯৭১ জন মৃত্যুবরণ করেন।
এইচপিভি টিকা বাংলাদেশের টিকাদান কর্মসূচীতে নতুন সংযোজন।
পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীগণ এবং শিক্ষার্থী ব্যতিত ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েরা রেজিষ্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এই টিকা নিতে পারবেন।