শামীম রেজা ডাফরুল গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারক চক্রের ৪ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
এরা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মোবাইল ব্যাকিং নগদের মাধ্যমে প্রদানকৃত গরীর অসহায় মানুষের বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতার টাকা হ্যাক করে আত্মসাৎ করে আসছিল।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের কালাম মিয়ার ছেলে সজীব, ডালিম মিয়ার ছেলে শামীম,রউফ মিয়ার ছেলে হাসান,জাহাঙ্গীরের ছেলে মারুফ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের কালাম মিয়ার ছেলে সজীব, ডালিম মিয়ার ছেলে শামীম ও রাকিব অ্যাপসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের দরিদ্র মানুষের মোবাইল ব্যাংকি একাউন্ট হ্যাক করে বয়স্ত ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতার লাখ লাখ হ্যাক করে আত্মসাৎ করে আসছিল।
এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানায় এস, আই সাইদুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স তাদেরকে হাতে নাতে আটক করে থানায় আনে।
তাদেরকে গ্রেফতারের পর থেকেই সন্দেহ ভাজন হিসাবে স্থানীয় কয়েক জন চালান দেয়ার জন্য তদবির শুরু হয়।
এরি একপর্যায়ে ২০১৩ইং সালের একটি প্রতারনা মামলায় সন্দেহ ভাজন অজ্ঞাত আসামী দেখিয়ে আদালতে প্রেরন করা হয়।
সচেতন এলাকাবাসী বলেন, অজ্ঞাত কারনে প্রতারক চক্র হ্যাকরদের সন্দেহ ভাজন হিসাবে চালান দেয়ায় কোন মতেই থামছে না এই চক্রের দৌঁড়ত্ব।
তাই ৫১,৫৪ ধারায় অজ্ঞাত সন্দেহ ভাজন আসামী হিসাবে নয়, সু-নিদ্রিষ্ট মামলায় চালান দিয়ে শাস্তির দাবী জানান। অন্যথায় সন্দেহভাজন হিসাবে তারা জেলে গেলে, যাবে আর আসবে প্রতারনা বন্ধ করবে না।
মানুষ প্রতারকদের দ্বার ক্ষতিগ্রস্থ হতেই থাকবে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।৷