নিজস্ব প্রতিবেদন: যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, ব্রিটেন আশা করে, বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় ব্রিটেন।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো প্রসঙ্গে এই প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত ইস্যুতে মতামত দেয় না ব্রিটেন। তবে সরকার চাইলে যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
এর আগে সকাল ১০টা থেকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। এই সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের।