এস এম শফিকুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধিঃ জনবান্ধব পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজের সকল অপরাধ এবং অসঙ্গতি দূর করা সম্ভব। আর তাই পুলিশ প্রসাশনের উপর সাধারণ মানুষের আস্থা অর্জন করতে উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত কাজ করে চলেছে।
সমাজের তরুনরা যেনো কোন অপরাধের সাথে জড়িয়ে না পড়ে এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
তরুণদের আরো সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধুলা চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে । “জয়পুরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি” শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
এ প্যানেল আলোচনায় অংশ নেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট চলচিত্র পরিচালক মমতাজুর রহমান আকবর , দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহেদুল ইসলাম সাজু এবং তরুণ প্রতিনিধি জয়পুরহাট জেলা রোভার সদস্য সীমানা আক্তার।
ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে আমিও জিততে চাই ক্যাম্পেইনের আওতায় এ আলোচনা সভা সোমবার সকালে জয়পুরহাটে সপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কমিউনিকেশন অফিসার সোহরাব হোসেনের সঞ্চালনায় এই আলোচনায় আরো উঠে আসে মাদক দ্রব্য চোরাচালান ও তরুণদের আসক্ত হওয়ার প্রবণতা, নারী নির্যাতন ইভটিজিং সহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিকার ও করণীয় সম্পর্কে।
‘আমিও জিততে চাই’ শ্লোগানে নিয়ে অনুষ্ঠিত হওয়া এ ক্যাম্পেইনে শতাধিক তরুণ-তরুণি অংশ নেন। প্যানেল আলোচনার আগে ‘নেতা আসছে’ নামে ছোট্ট একটি নাটক পরিবেশিত হয়।
এই নাটকে সমাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি অন্তরায় আর কি করা প্রয়োজন এসব বিষয় তুলে ধরা হয়।
পাশাপাশি নাটকের মাধ্যমেই জয়পুরহাটের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তরুণ-তরুণিদের কাছ থেকে জেনে নেওয়া হয়। এছাড়াও নাটকের উপর কুইজ আয়োজিত প্রতিযোগিতা এবং জয়পুরহাটের সমসাময়িক নানা ইস্যূ নিয়ে ভিডিও ম্যাসেজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন অংশগ্রহনকারীরা
ইউএসএআইডর স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আমিও জিততে চাই ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় একটি ওয়েব সাইট www.amiojittechai.com এর মাধ্যমে গ্রহণ করা হচ্ছে সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সম্ভাবনার কথা।
আমিও জিততে চাই ক্যাম্পেইনের মূল পর্বটি সঞ্চালনা করেন আশিক তানভির অনিক, প্রোগ্রাম এসোসিয়েট, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
মূল আয়োজন শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্যানেল আলোচনায় অংশগ্রণকারী আলোচকরা ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহীর রিজিওনের সিনিয়র ম্যানেজার আসমা আকতার, মাল্টি পার্টি এ্যাডভোকেসে ফোরামের সভাপতি খ ম আব্দুর রহমান রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদু ওয়াহাব এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল সহ আরো অনেকে।