নিজস্ব প্রতিবেদন: ২০১১ সালে ভারতে গিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘ ১৪ বছর পর আবারও দেশটিতে যাচ্ছেন ‘এলএমটেন’। আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবেরে আর্জেন্টিনার হয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে এই তারকা সেখানে যাবেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
মূলত, ভারতের কেরালা রাজ্যের আমন্ত্রণে ভারত যাবেন মেসি। আজ বুধবার কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান জানিয়েছেন, আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার (আফা) সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে। মেসিদের ভারতে যাওয়ার সব খরচ বহন করবে কেরালা সরকার।
আব্দুরহিমান বলেছেন, ‘আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছু দিন পরেই কেরালায় আসবেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্তারা। সব খতিয়ে দেখবেন তারা।’ পাশাপাশি, কেরালা সরকারের সঙ্গে সহযোগিতায় সেই রাজ্যে ফুটবল একাডেমিও গড়তে পারে আর্জেন্টিনা।
২০১১ সালে ভারতের কলকাতায় গিয়েছিল মেসিদের আর্জেন্টিনা। সেখানে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন মেসিরা। সেবার নিকোলাস ওতামেন্দির গোলে জেতে আর্জেন্টিনা। ম্যাচে দর্শক হয়েছিল প্রায় লাখখানেক।
কেরালাতেও আর্জেন্টিনার ভক্ত-সমর্থক প্রচুর। সবশেষ কাতার বিশ্বকাপে দেখা গিয়েছে সেই উন্মাদনা। মেসির বিরাট প্রতিকৃতি স্থাপন করে নজর কেড়েছিল আর্জেন্টিনারও। সেজন্য রাজ্যটির সমর্থকদের ধন্যবাদও জানায় মেসিদের দেশ।