শামীম রেজা ডাফরুল গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান’- এই প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও উপজেলার সকল ধর্মালম্বীদের নিয়ে এক সম্প্রীতি র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চৌমাথা মোড়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হোসাইন সরকার, সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, বিএনপি নেতা মনোয়ার হোসেন রাজু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য ফ্রন্টের সভাপতি দেবাশীষ কুমার চাকী কাজল, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন কুমার তালুকদার, আদিবাসী নেত্রী এ্যামিলী হেমব্রোম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার প্রমূখ।