নিজস্ব প্রতিবেদন: চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থাকা একটি কার্গে জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তার কারণ ও তাদের পরিচয়ও জানা যায়নি।
সোমবার বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায়।
জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে যায়।
জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কামান্ডার লে. জেনারেল ফজলুল হক জানান, সার ভর্তি কার্গো জাহাজ এমভি আল-বাখেরায় পাঁচটি মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো কম্বলে মোড়ানো ছিল।