নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময় গঠিত ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ সোমবার এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে।
এর আগে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। তবে প্রাধান্যগুলো ঠিক করতে তাদের বাড়তি সময় দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতায় আসার পর বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তবর্তীকালীন সরকার। এ জন্য মোট ১১টি কমিশন গঠন করা হয়েছে।