শামীম রেজা ডাফরুল গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডে হাজী মার্কেটে অবস্থিত ‘অলংকার জুয়েলার্সে’ শুক্রবার গভীর রাতে দূর্ধষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা পাশের সেতু লাইব্রেরীর ভিতর দিয়ে ঢুকে দেয়াল কেটে প্রায় ৬০/৭০ ভড়ি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
আজ শনিবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুকে মুল্যবান স্বর্ণালংকার না থাকায় তারা চুরির বিষয়টি বুঝতে পারে এবং তৎক্ষনাৎ থানা পুলিশকে খবর দেয়।
ক্ষতিগ্রস্ত ‘অলংকার জুয়েলার্সের’ স্বত্বাধিকারী শ্রী কার্তিক চন্দ্র সরকার তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানাতে না পারলেও তিনি বলেন, আনুমানিক ৬০/৭০ ভরির মত সোনা দোকানের সিন্দুকে থাকা বিভিন্ন ধরনের তৈরী গহনা সবই নিয়ে গেছে চোরেরা।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) আবু ইকবাল পাশা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৩ জনকে থানায় নেয়া হয়েছে।